ভ্রমণ অনলাইনডেস্ক: বাস, ট্রেন, ভেসেল, সব মিলিয়ে গঙ্গাসাগর যাওয়াটা বেশ ঝক্কির। তবে এ বার সেই ঝক্কি একটু কম হতে পারে পুণ্যার্থীদের জন্য। কারণ এক টিকিটে গঙ্গাসাগর পৌঁছে যাওয়ার ব্যবস্থা করেছে পরিবহণ দফতর। অর্থাৎ গঙ্গাসাগর যাওয়ার জন্য টিকিটের জন্য লাইন দিতে হবে না।
এক বার টিকিট কেটেই আপনি গঙ্গাসাগরের জন্য বাস, ভেসেল সবই চাপতে পারবেন। একটা টিকিট কেটেই হাওড়া কিংবা বাবুঘাট থেকে সোজা পৌঁছে যাবেন গঙ্গাসাগর। হাওড়া থেকে ওই টিকিট কাটলে মাথাপিছু খরচ পড়বে ২১০ টাকা। আর যদি বাবুঘাট থেকে গঙ্গাসাগর যেতে চান, তা হলে টিকিট কাটতে হবে ২০০ টাকা।
ওই টিকিটের মধ্যে ফেরির যাতায়াতের খরচ ও বাসের খরচও ধরা হয়েছে। অর্থাৎ একটা টিকিট কেটেই আপনি হাওড়া থেকে সাগরদ্বীপে কপিলমুনির আশ্রম ঘুরে আবার হাওড়া ফিরে আসতে পারবেন। টিকিটের জন্য দু’শো টাকার বেশি আর খরচ করতে হবে না।
পরিবহণ দফতরের এই ‘এক টিকিটে গঙ্গাসাগর’ পরিষেবা শুরু হবে আগামী ১২ জানুয়ারি থেকে। এই পরিষেবা পাওয়া যাবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। মকর সংক্রান্তিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ পুণ্যলাভের জন্য গঙ্গাস্নানে আসেন। সেই সব তীর্থযাত্রীদের যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য এই পরিষেবার সুবিধা এনেছে রাজ্য পরিবহণ দফতর।