হিমাংকের ১৫ ডিগ্রি সেলসিয়াস নীচে পারদ, শীতে জবুথবু লাহুল-স্পিতি

ভ্রমণ অনলাইনডেস্ক: চলতি মরশুমে এখনও পর্যন্ত সে ভাবে তুষারপাতের দেখা না পাওয়া গেলেও সমগ্র উত্তর ভারত জুড়ে দাপট দেখাচ্ছে শীত। ঠান্ডা এতটাই মারকাটারি যে হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি অঞ্চলের মানুষ পুরো জেরবার হয়ে গিয়েছেন। পাশাপাশি সতর্কতা হিসেবে ওই অঞ্চলে একাধিক রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে সমস্যাও দেখা দিয়েছে বিস্তর।

মঙ্গলবার হিমাচলের কেলং শহরে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুসুমসিরি বলে আরও একটা জায়গায় পারদ রেকর্ড করা হয় মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছে রাজ্যের আবহাওয়া দফতর। তারা জানিয়েছে সাধারণ বাসিন্দারা যেন তাদের গবাদি পশু নিজেদের বাড়ির ভেতরেই রেখে দেন, যতদিন না শীতের এই প্রকোপ কমছে।

এ দিকে, লাদাখের পাদুম শহরে মঙ্গলবার তাপমাত্রা নেমে যায় মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে। সাধারণত এই সময় পর্যটন বন্ধই থাকে লাহুল-স্পিতি এবং লাদাখে। তবুও বিক্ষিপ্ত কিছু ভ্রামণিক বেড়াতে যান এই সব অঞ্চলে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহের শেষের দিকে এবং সামনের সপ্তাহের শুরুতে সমগ্র অঞ্চল জুড়েই ভারী তুষারপাত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top