পর্যটকদের সুবিধার্থে এ বার হেলিকপ্টার পরিষেবা শুরু করছে ত্রিপুরা পর্যটন দফতর

ভ্রমণ অনলাইনডেস্ক: ত্রিপুরাগামী পর্যটকদের জন্য সুখবর। পর্যটনের উন্নয়নের স্বার্থে এ বার হেলিকপ্টার পরিষেবা শুরু করতে চলেছে রাজ্য পর্যটন দফতর। ঊনকোটি এবং নারকেলকুঞ্জ, দু’টি জনপ্রিয় পর্যটনকেন্দ্রকে সংযুক্ত করতে চলেছে এই হেলিকপ্টার পরিষেবা।

ত্রিপুরার পর্যটন দফতরের সচিব উত্তম কুমার চাকমা জানান, দেশি এবং বিদেশি পর্যটকরা যাতে সহজেই নারকেলকুঞ্জ এবং ঊনকোটি যেতে পারেন সেই কারণেই এই হেলিকপ্টার পরিষেবা চালু করা হচ্ছে। তিনি জানান, নারকেলকুঞ্জ যাওয়ার জন্য যাত্রী পিছু ভাড়া লাগবে ২৩০০ টাকা। ঊনকোটির জন্য টিকিট করা হয়েছে ২৫০০ টাকার।

হেলিকপ্টারে কোনো যাত্রী দু’টি জায়গা এক সঙ্গে যেতে চাইলে আগে থেকে টিকিট কাটতে হবে। এই জন্য যোগাযোগ করতে হবে ত্রিপুরার পর্যটন দফতরের সঙ্গে। জানানো হয়েছে, একটি হেলিকপ্টারে ৮ জন যাত্রী যেতে পারবেন।

উল্লেখ্য, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যশালী স্থানের তালিকায় জায়গা পেতে চাইছে ঊনকোটি। আগরতলা থেকে প্রায় ১৭৮ কিলোমিটার দূরে, কৈলাসহর এলাকায় পাহাড়-জঙ্গল ঘেরা রঘুনন্দন পাহাড়ে অবস্থিত ঊনকোটি। এই পর্যটন কেন্দ্র শৈবতীর্থ হিসাবেও পরিচিত। সেখানের প্রধান আকর্ষণ পাহাড়ের গায়ে খোদাই করা মূর্তি। সেগুলির মধ্যে সব চেয়ে উল্লেখযোগ্য হল জটাধারী শিব এবং ৩০ ফুট উঁচু কালভৈরবের মূর্তি। ঐতিহাসিকদের মতে, ঊনকোটির অভিনব ভাস্কর্য তৈরি হয়েছিল অষ্টম বা নবম শতাব্দীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *