দার্জিলিং-এর টয় ট্রেনে চেপে চলুন জঙ্গল টি সাফারিতে

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গে পর্যটনের পালে নতুন হাওয়া। সোমবার থেকে চালু হল দার্জিলিং হিমালয়ান রেল (DHR)-এর জঙ্গল টি সাফারি। বেশ কয়েক বছর আগে টয় ট্রেনে জঙ্গল সাফারি শুরু করেছিল ডিএইচআর। কিন্তু তা সফল হয়নি। তবে এই নতুন সাফারি সফল হবে বলে মনে করা হচ্ছে।

এই সাফারির মাধ্যমে পর্যটক ও ট্রয়ট্রেনপ্রেমীরা শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত যেতে পারবেন। আবার ওই ট্রেনেই ফিরে আসবেন শিলিগুড়িতে। জঙ্গল টি সাফারির জন্য মাথাপিছু খরচ করতে হবে ৯৭০ টাকা। চলন্ত ট্রেনে যাত্রীদের চায়ের স্বাদ দেওয়া হবে।

প্রতি দিন শিলিগুড়ি জংশন থেকে ২.৪৫ মিনিটে ট্রেন ছাড়বে। রংটং ঘুরিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে শিলিগুড়ি জংশনে ফিরে আসবে।

উল্লেখ্য, বছর দেড়েক বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট থেকে এনজেপি-দার্জিলিংয়ের মধ্যে টয় ট্রেন পরিষেবা চালু হয়। এর তিন দিন পর ২৮ আগস্ট থেকে চালু হয়েছে এনজেপি-আলিপুরদুয়ার ভিস্টা ডোম স্পেশাল ট্রেন। এর পর চালু হল এই জঙ্গল টি সাফারি।

এর ফলে উত্তরবঙ্গে পর্যটকদের আগমন আরও বাড়বে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। করোনাকালে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসা কার্যত ধুঁকছে। এই কঠিন পরিস্থিতি অবশেষে কাটবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

আরও পড়তে পারেন

১৭ মাস পর টয় ট্রেন ছুটল এনজেপি থেকে দার্জিলিং, খুশির হাওয়া পর্যটন মহলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *