ramayan express

টুরিস্ট ট্রেন রামায়ণ এক্সপ্রেসে ভ্রমণ করবেন না কি? জেনে নিন বিস্তারিত তথ্য

ওয়েবডেস্ক: পর্যটকদের জন্য বিশেষ ট্রেন ‘শ্রী রামায়ণ এক্সপ্রেস’-এর ঘোষণা করেছে রেল। দিল্লি থেকে যাত্রা শুরু করে অযোধ্যা হয়ে রামেশ্বরম পর্যন্ত যাবে এই ট্রেন। তারপর আইআরসিটিসির ব্যবস্থাপনায় পর্যটকদের কলম্বোয় পৌঁছে দেওয়া হবে। এমনই জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়াল। 

এই ট্রেনের ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিন

১) আইআরসিটিসি ট্যুরিজমের তরফ থেকে জানানো হয়েছে এই বিশেষ ট্রেনটি দিল্লি থেকে রামেশ্বরম পর্যন্ত যাবে। পথে রামায়ণ সম্পর্কিত যাবতীয় টুরিস্ট স্পটের ওপর দিয়ে যাবে এই ট্রেন। বিশেষ ব্যবস্থা থাকছে কলম্বো যাওয়ার জন্যও। 

২) দিল্লি সাফদরজং স্টেশন থেকে ১৪ নভেম্বর যাত্রা শুরু করবে এই ট্রেন। প্রথম গন্তব্য হবে অযোধ্যা। 

৩) রামেশ্বরমের পথে এই ট্রেনের গন্তব্য সীতামাঢ়ি, জনকপুর, বারাণসী, প্রয়াগ, শৃঙ্গবেরপুর, চিত্রকূট, হাম্পি, নাসিক এবং রামেশ্বরম। যে সব জায়গায় রেল স্টেশন নেই, তার নিকটবর্তী স্টেশন পর্যন্ত যাবে এই ট্রেন। তারপর গাড়িতে নিয়ে যাওয়া হবে পর্যটকদের। 

৪) ইচ্ছুক যাত্রীদের চেন্নাই থেকে বিমানে কলম্বো নিয়ে যাওয়া হবে। 

৫) এই ট্রেনে আসন সংখ্যা ৮০০। 

৬) এই প্যাকেজে যাত্রা, রাত্রিবাস, সাইটসিয়িং-এর যাবতীয় খরচা ধরা রয়েছে। 

৭) ভারত এবং শ্রীলঙ্কা মিলিয়ে মোট ১৬ দিনের এই ভ্রমণ। শুধুমাত্র ভারতের অংশের জন্য এই প্যাকেজের ভাড়া জনপ্রতি ১৫,১২০ টাকা। শ্রীলঙ্কা ভ্রমণের ভাড়া অতিরিক্ত। 

৮) বিস্তারিত জানার জন্য দেখুন আইআরসিটিসি ট্যুরিজমের ওয়েবসাইট www.irctctourism.com-এ। 

আরও পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *