ভ্রমণঅনলাইন ডেস্ক: বিশ্বব্যাঙ্কের সহায়তায় রাজ্যের জলপথ পরিবহণ এবং পর্যটনকে আরও উন্নত করার পথে পশ্চিমবঙ্গ। এই প্রকল্পের জন্য ১ হাজার ২১ কোটি টাকা আর্থিক সহায়তা করবে বিশ্বব্যাঙ্ক।
বারাণসী থেকে হলদিয়া পর্যন্ত জলপথ পরিবহণকে সুগম করার জন্য ‘গঙ্গা জল মার্গ’ প্রকল্পের কথা ঘোষণা করেছে কেন্দ্র। সেই প্রকল্পের হাত ধরেই নিজেদের জলপথকে আরও আকর্ষণীয় করে তোলার পথে এ রাজ্য।
সুন্দরবন অঞ্চলে তিনটে জায়গায় ভেসেলের মাধ্যমে গাড়ি পারাপার করে। এই প্রকল্পের মাধ্যমে সেই ভেসেল পরিষেবাকে নতুন মোড়ক দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি গঙ্গার ওপরে দু’টো নতুন ব্রিজ তৈরিরও পরিকল্পনা করা হচ্ছে।
হলদিয়া থেকে ত্রিবেণী পর্যন্ত ২৪টা জেটির ভোলবদল করা হবে। সেই সঙ্গে আরও ৫৬টা নতুন জেটি তৈরি করা হবে। ৪ কোটি টাকা করে খরচে এই জেটি তৈরি করা হবে। যাতায়াত আরও সুগম করার জন্য ৩২০টা নতুন ভেসেল নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে।
নদী পর্যটনকে আকর্ষণীয় করে তোলার জন্য অন্তত ৫০টা ওয়াটার ট্যাক্সি কেনার পরিকল্পনা করেছে রাজ্য। পাশাপাশি চারটে ক্রুজ ভেসেলও কেনা হবে বলে জানা গিয়েছে।