maharashtra wetlands

পর্যটনের প্রসার এবং সংরক্ষণের জন্য কোঙ্কনের ছ’টি জলাভূমি হবে ইকো-ট্যুরিজম সেন্টার

ভ্রমণঅনলাইন ডেস্ক: এক দিকে লক্ষ্য পর্যটনের প্রসার, অন্য দিকে সংরক্ষণ। এই কারণে মহারাষ্ট্রের কোঙ্কণ উপকূলের ছ’টি জলাভূমিকে কেন্দ্র করে গড়ে তোলা হবে ইকো-ট্যুরিজম সেন্টার।

জলাভূমি রক্ষা করা এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। জনসংখ্যার চাপে দেশের বিভিন্ন জায়গা থেকে জলাভূমি উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সেটা যাতে মহারাষ্ট্রে না হয়, সেই দিকেই নজর দিচ্ছে রাজ্যটি।

প্রশাসনের আশা এই জলাভূমিগুলিকে ইকো ট্যুরিজম সেন্টার ঘোষণা করলে সেগুলি রক্ষা করা আরও বেশি সুবিধা হবে।

wetlands thane creek

যে ছ’টি জলাভূমিকে ঘিরে এই পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে, সেগুলি হল, মুম্বইয়ের কাছে গরাই জলাভূমি এবং ম্যানগ্রোভ অঞ্চল,  ঠানে ক্রিকের কাছে পার্সিক রেটি বুন্দের, কোলহাপুরের মোরবে, রায়গড়ের হেতায়নি, পালঘরের পাঞ্জু দ্বীপ এবং সিন্ধুদুর্গ জেলার কুড়ালের কাছে পাউসি জলাভূমি।

জলাভূমি রক্ষা করার জন্য মহারাষ্ট্র সরকারের এই ভূমিকার প্রশংসা করেছেন পরিবেশবিদেরা। তবে উন্নয়নের ধাক্কায় জলাভুমির বিন্দুমাত্র যাতে ক্ষতি না হয় সে দিকেও নজর দিতে বলেছে তারা।

 

আরও পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *