ভ্রমণঅনলাইন ডেস্ক: জম্মু থেকে কাটরা হয়ে বৈষ্ণোদেবী যেতে হয়। বছর তিনেক পরে আর ওই পথে না গেলেও চলবে। দিল্লি থেকে সরাসরি সড়কপথে সাড়ে ছ’ ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে কাটরা। তৈরি হচ্ছে দিল্লি-কাটরা এক্সপ্রেস রোড করিডোর। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ যে ঘোষণা করেছেন তা থেকে এটাই মনে হয়।
কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, দিল্লি-কাটরা এক্সপ্রেস রোড করিডোরের কাজ শুরু হয়েছে। ২০২৩ সালের মধ্যে এই সড়কের নির্মাণকাজ শেষ হয়ে যাবে বলে মন্ত্রী জানিয়েছেন।
দিল্লি-কাটরা রাস্তা তৈরি হয়ে গেলে পর্যটকরা বা তীর্থযাত্রীরা দিল্লি থেকে ট্রেন বা বিমানের বদলে সড়কপথই যে বেছে নেবেন, তা বলাই বাহুল্য।
এই এক্সপ্রেস রোড করিডোর তৈরি হয়ে গেলে এক্সপ্রেসওয়ের মাধ্যমে অমৃতসরের সঙ্গে কাটরার যোগসূত্র স্থাপিত হবে। তীর্থযাত্রীরা চাইলে একই সঙ্গে অমৃতসর ও বৈষ্ণোদেবী দর্শন করতে পারবেন।
আরও পড়ুন: দক্ষিণ কলকাতার তিন পুজোয় এ বার ‘ড্রাইভ-ইন দর্শন’, থিমে সত্যজিৎ রায়কে স্মরণ
দিল্লি-কাটরা এক্সপ্রেস রোড করিডোরের বৈশিষ্ট্য –
(১) এই সড়ক দিল্লি থেকে শুরু হয়ে লুধিয়ানার কাছে নকোদরের কাছে দু’ ভাগ হবে – একটি পথ সরাসরি যাবে কাটরা, অন্যটি যাবে অমৃতসর হয়ে।
(২) দুই তীর্থ-শহর অমৃতসর ও কাটরার সংযোগসাধন করবে এই সড়ক।
(৩) এই এক্সপ্রেস রোড করিডোর নির্মাণে খরচ ধরা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা।
(৪) এই সড়ক তৈরি হয়ে গেলে দিল্লি থেকে কাটরার দূরত্ব ৭২৭ কিমি থেকে কমে ৫৮৮ কিমি হবে এবং দিল্লি থেকে অমৃতসরের দূরত্ব দাঁড়াবে ৪০৫ কিমি।
(৫) দিল্লি থেকে কাটরা সাড়ে ৬ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে, অমৃতসর পৌঁছে যাওয়া যাবে ৪ ঘণ্টায়।
(৬) দিল্লি, অমৃতসর ও কাটরা ছাড়াও এই সড়কপথে যুক্ত হবে জলন্ধর, কাপুরথালা, লুধিয়ানা, গুরদাসপুর প্রভৃতি জায়গা।
এখন দিল্লি থেকে কাটরা যাওয়ার জন্য রয়েছে রাজধানী এক্সপ্রেস আর বন্দে ভারত এক্সপ্রেস। এ ছাড়া কিছু উড়ানও চলাচল করে।