বিশ্বের ধাঁচে এ বার সাত আশ্চর্যের তালিকা প্রকাশ করল কর্নাটক

ভ্রমণ অনলাইনডেস্ক: ‘এক রাজ্য বহু বিশ্ব’ হল তাদের স্লোগান। সেই কর্নাটক এ বার প্রকাশ করল তাদের নিজস্ব সাতটি আশ্চর্যের তালিকা। বিশ্বের সপ্তম আশ্চর্যের ধাঁচেই এই তালিকা প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই রাজ্যের জনগণের বেছে নেওয়া সেরা সাতটি স্থানের তালিকা ঘোষণা করেন। মূলত জনগণের ভোটেই এই সাতটি স্থান নির্বাচিত হয়েছে। এই সাতটি আশ্চর্য হল:-

১. হাম্পি

২. শ্রবণবেলগোলার গোমতেশ্বর

৩. বিজাপুরের গোলগম্বুজ

৪. হিরে বেনাকল রক টুম্বস

৫. মহীশূর প্রসাদ

৬. জোগ জলপ্রপাত

৭. মুরুদেশ্বরের নেত্রানী দ্বীপ

ভূমি, জল, বন, সমুদ্র, স্থাপত্য, বিজ্ঞান, ভাস্কর্য, শিল্প, ইতিহাস, ঐতিহ্যের ওপর ভিত্তি করেই এই স্থানগুলি চিহ্নিত করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, কর্নাটকের ৭ আশ্চর্য’-এর জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ হাজারেরও বেশি স্থানকে মনোনীত করা হয়েছিল। অভ্যন্তরীণ বিচারক প্যানেলের সদস্যদের পর্যালোচনার পরে ১০০ টি স্থানকে চিহ্নিত করা হয়। তার পর ১০০টি জায়গার মধ্যে গণভোট করা হয়। ৮২ লক্ষেরও বেশি মানুষ ভোটে অংশগ্রহণ করেন। এ ভাবেই বেছে নেওয়া হয় রাজ্যের সাতটি আশ্চর্যকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *