ভ্রমণ অনলাইনডেস্ক: অন্যান্য রাজ্যের মতো এ বার পশ্চিমবঙ্গের জঙ্গলেও রাত্রিবাস করার সুযোগ পাবেন পর্যটকরা। সুন্দরবন এবং উত্তরবঙ্গের জঙ্গলে মোট চল্লিশটি নজরমিনারে রাত্রিবাস করা যাবে বলে জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
জঙ্গলের একদম কোর অঞ্চলে থাকা এই নজরমিনারে রাত্রিবাস করার সুযোগ যে অনন্য একটা অভিজ্ঞতা হতে চলেছে তা কিন্তু বলাই বাহুল্য। এত দিন পর্যন্ত বিভিন্ন জঙ্গলে বন বিশ্রামাবাসগুলিতে রাত্রিবাস করার সুযোগ পেতেন পর্যটকরা। কিন্তু নজরমিনারগুলিতে রাত্রিবাসের ব্যবস্থা করা হলে সে একদম ঘন জঙ্গলের ভেতরে থাকার আনন্দ নেওয়া যাবে।
তবে এই নজরমিনারে থাকতে গেলে প্রচুর নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে পর্যটকদের। প্রথমত বাইরের খাবার তাঁরা নিয়ে আসতে পারবেন না। বনকর্মীরা যা রান্না করবেন, তাই খেতে হবে। পাশাপাশি তারস্বরে গান বাজানো যাবে না কোনো ভাবেই। এই নিয়ম না মানলে বন দফতর কড়া পদক্ষেপ নিতে পারে। এমনকি জরিমানাও হতে পারে পর্যটকদের।
ইতিমধ্যেই বিভিন্ন নজরমিনারের রক্ষণাবেক্ষণ শুরু হয়েছে। ঠিক সেই কারণেই বর্তমানে জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্তর্গত হরিণঘাটা নজরমিনারটি পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে। আগামী দু’-তিন মাসের মধ্যে এই নজরমিনারগুলি পর্যটকদের বাসযোগ্য করে তোলা হবে বলে জানিয়েছেন জ্যোতিপ্রিয়।