আর বেডরোল কিনতে হবে না, ট্রেনযাত্রায় ফিরল চাদর-বালিশ-কম্বল, পর্দাও

স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ট্রেনযাত্রীরা। লাগেজের বোঝা এ বার কমল। আর ব্যাগে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে না চাদর-কম্বল। ভারতীয় রেলের সিদ্ধান্ত অনুসারে বৃহস্পতিবার ১০ মার্চ থেকে ট্রেনে ফিরে এসেছে চাদর-বালিশ-কম্বল। এমনকি পর্দাও।

ভারতীয় রেলের বিভিন্ন জোনের জেনারেল ম্যানেজারদের এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে রেল বোর্ড।

গত দু’ বছর ধরে দেশে করোনাভাইরাস জনিত অতিমারির জন্য ট্রেনে চাদর-বালিশ-কম্বল দেওয়ার পরিষেবা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন পরিস্থিতির যথেষ্ট উন্নতি হওয়ায় আবার ওই পরিষেবা ফেরানো হল।

রেল বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছিল, অবিলম্বে ওই পরিষেবা ফিরিয়ে আনা হোক। সেই নির্দেশিকামতোই বৃহস্পতিবার থেকে ট্রেনে ফের চাদর-বালিশ-কম্বল দেওয়া শুরু হয়েছে।

তবে চাদর-বালিশ-কম্বল দেওয়ার পরিষেবা বন্ধ করে দেওয়া হলে ট্রেনযাত্রায় প্রয়োজন পড়লে যাত্রীরা ওইগুলি কিনে নিতে পারতেন। টাকার বিনিময়ে বেডরোল কিট দেওয়া হচ্ছিল।

এর আগেই ট্রেনযাত্রায় খাবার সরবরাহ ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে। এ বার ফিরল চাদর-বালিশ-কম্বল। কিন্তু যাত্রীদের জন্য কনসেশনের সুযোগ এখনও ফিরছে না। সিনিয়র সিটিজেন-সহ যে সব বাছাই করা যাত্রী ট্রেনযাত্রায় কনসেশন পেতেন, তাঁরা সেই সুযোগ থেকে আপাতত বঞ্চিতই থাকছেন।

আরও পড়তে পারেন

ফের ডাকল দারিংবাড়ি ১/ বদলে গিয়েছে কত!

ফের ডাকল দারিংবাড়ি ২/ তুষারপাতের ভ্রান্ত বিশ্বাস দূর করলাম

ফের ডাকল দারিংবাড়ি ৩/ দুলুরির তীরে মজলাম পিকনিকে

ফের ডাকল দারিংবাড়ি ৪/ চিনলাম অন্য ভাবে

ফের ডাকল দারিংবাড়ি ৫/ ‘তিব্বত’ হয়ে গোপালপুরে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top