ভ্রমণ অনলাইনডেস্ক: পর্যটনের বিকাশের জন্য এবং অন্য রাজ্যের পর্যটকদের আরও আকর্ষিত করতে এ বার শীতে আরও কিছু পর্যটনকেন্দ্র খোলা রাখতে পারে কাশ্মীর প্রশাসন। পহেলগাঁও এবং গুলমার্গের মতোই নতুন কেন্দ্রগুলি খোলা রাখার চিন্তাভাবনা চলছে।
এ বছর এমনিতেও রেকর্ড সংখ্যায় পর্যটকের পা পড়েছে এই কেন্দ্রশাসিত অঞ্চলে। চলতি বছরের প্রথম ন’ মাসে কাশ্মীরে পা পড়েছে ১.৬২ কোটি পর্যটকের যা রেকর্ড। কাশ্মীরের পর্যটন দফতরের ডিরেক্টর ফজল-উল-হাসিব জানান, এই মাসে কাশ্মীরের বিভিন্ন জায়গায় দু’-তিনটে রোড-শোয়ের আয়োজন করতে চলেছে তারা। পাশাপাশি বিশেষ পর্যটন মেলারও আয়োজন করার চিন্তাভাবনা করা হচ্ছে।
তবে কী কী পর্যটনকেন্দ্র খোলা রাখার ভাবনা প্রশাসন করছে সে ব্যাপারে এখনও কিছু সিদ্ধান্ত না নেওয়া হলেও সেখানে কিছু বেশ কিছু কর্মসূচি তথা অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। শীতকালীন কার্নিভ্যাল, আইস সিটি-সহ আরও অনেক কিছুর আয়োজন করা হতে পারে।
সরকারের পাশাপাশি কাশ্মীরের পর্যটন ব্যবসায়ীরাও আশাবাদী যে এ বারের শীতে প্রচুর সংখ্যায় পর্যটকের পা পড়বে কাশ্মীরে।