৪৯৫ টাকায় ঘুরে নিন ২১টি পর্যটন কেন্দ্র, বড়োদিনের আগে বিশেষ ব্যবস্থা কলকাতায়

ভ্রমণ অনলাইনডেস্ক: ‘এক শহর এক টিকিট’। বার বার আলাদা আলাদা জায়গায় টিকিট কাউন্টারে বিরাট লাইনের পিছনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝক্কির দিন এ বার শেষ। শহর ঘুরতে বেরোলেই এক টিকিটেই কামাল। এক বার টিকিট কাটলেই প্রবেশ করা যাবে শহরের বিভিন্ন পর্যটনকেন্দ্রে। আগামী ১৫ ডিসেম্বর থেকে মিলবে এই সুযোগ।

পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন, এটি আসলে একটি ‘QR কোড বেসড পাস’। নাম ‘সিটি পাস’। পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের ওয়েবসাইটে গিয়ে এই পাস বুকিংয়ের লিঙ্ক মিলবে। অনলাইনে টিকিট কাটলেই মোবাইলে একটি ইউনিক কিউআর কোড আসবে।

সেই কিউআর স্ক্যান করলেই খুলে যাবে শহরের ২১ দর্শনীয় স্থানের গেট। আলাদা ভাবে টিকিট কাটার থেকে এ ভাবে টিকিট কাটলেও দামেও সুবিধা মিলবে বলে পর্যটন দফতর সূত্রে খবর।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে এই এক পাসে ২১ জায়গা দেখার জন্য এক সঙ্গে দিতে হবে ৪৯৫ টাকা। এই ২১টি জায়গার মধ্যে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজিয়াম, নেতাজি ভবন, নেহরু চিলড্রেন মিউজিয়াম, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, স্মরণিকা ট্রাম মিউজিয়াম, সায়েন্স সিটি, রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থ, আলিপুর মিউজিয়াম, কলকাতা পোর্ট মেরিটাইম মিউজিয়াম, মাদার্স ওয়াক্স মিউজিয়াম-সহ আরও অনেক কিছুই।

তবে এক দিনেই যে সব কিছু ঘুরে নিতে হবে তা নয়। এই পাসের বৈধতা ৭ দিন। অর্থাৎ একবার এই পাস কিনে নিলে সাত দিনের মধ্যে এই ২১টি জায়গা ঘুরে নিতে পারবেন পর্যটকরা। এই পাসের আওতায় এখনও পর্যন্ত আলিপুর চিড়িয়াখানাকে আনা হয়নি। তবে ভবিষ্যতে আনা হবে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *