এসে গেল রঙের উৎসব, বসন্তোৎসব। মঙ্গলবার দোল, বুধবার হোলি। দু’ দিন ধরে রঙের খেলায় মেতে থাকবে সাধারণ মানুষ। তবে ক’দিন ধরেই স্কুল-কলেজ, নানা প্রতিষ্ঠান-সহ বিভিন্ন জায়গায় চলছে রঙের উৎসব।
সোমবার যাদবপুরের সত্যরঞ্জন খাস্তগীর শিশু ও প্রাথমিক বিদ্যালয়েও আয়োজন করা হয়েছিল বসন্তোৎসব। সেই উৎসবের কিছু মুহূর্তের কিছু ছবি রাজীব বসুর ক্যামেরায়।
আরও পড়ুন: চলুন ঘুরে আসি গুজরাত ২: অমদাবাদ হয়ে কচ্ছভূমি