ভ্রমণ অনলাইনডেস্ক: চেরি ব্লসমে সেজে উঠেছে ওয়াশিংটনের টাইডাল বাসিন। এ বছর সব থেকে বেশি চেরি ব্লসম ফুটতে দেখা গিয়েছিল গত সপ্তাহের বৃহস্পতিবার। ঠিক সেই কারণেই রবিবার ছুটির দিন দলে দলে মানুষ চলে গিয়েছিলেন টাইডাল বেসিনে।

১৯১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে চেরিগাছগুলি উপহার দিয়েছিল জাপান। প্রত্যেক বছর বসন্তে সেই গাছগুলি ফুলে ছেয়ে যায়। দেখতে অসাধারণ লাগে।

এই উপলক্ষ্যে চেরি ব্লসম উৎসবও চলছে। গত সোমবার থেকে উৎসব শুরু হয়েছে। চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।

বিশেষজ্ঞদের মতে, আগামী অন্তত এক সপ্তাহ চেরি ব্লসম থেকে যাবে গাছে গাছে। তবে এর মধ্যে বৃষ্টি হলে কিছু ফুল হয়তো ঝরে যেতে পারে।

সাধারণ ভাবে সব থেকে বেশি ফুল দেখা যায় প্রতি বছর ৩১ মার্চে। তবে এ বছর সব থেকে বেশি ফুল দেখা গিয়েছে ২৩ মার্চ।
ছবি: নীলদীপ জানা, ওয়াশিংটন