ভ্রমণঅনলাইন ডেস্ক: ফেটাইয়ের প্রভাবে সান্দাকফু-ফালুট অঞ্চলে তুষারপাত হতে পারে তেমন পূর্বাভাস ছিলই, কিন্তু সেটা যে এতটা বেশি হবে সে আন্দাজ করা যায়নি। সোমবার রাত থেকেই বরফ পড়তে শুরু করে সান্দাকফু-ফালুটের একটি বিস্তীর্ণ অঞ্চলে। সাধারণ এই অঞ্চলে জানুয়ারির শেষ থেকে মার্চ পর্যন্তই বরফের দেখা মেলে, কিন্তু সব কিছুই আগাম চলছে। বড়োদিনের এক সপ্তাহ আগে শেষ বার এই অঞ্চল কবে বরফ দেখেছিল, তা অনেকেই মনে করতে পারছেন না।
যাইহোক, আবহাওয়া পরিষ্কার হতে শুরু করেছে বুধবার সকাল থেকে। উঠেছে রোদ। সেই সঙ্গে আরও মায়াবী হয়ে উঠেছে সান্দাকফু। তুষারে ঢাকা সান্দাকফুর এই ছবিগুলো দেখুন। এই ছবি আপনাকে মোহিত করবেই।






ছবি সৌজন্য: ওম গুরুং (ফেসবুক থেকে সংগৃহীত)