শিকার উৎসবে ঐতিহ্য ও সচেতনতার মেলবন্ধন, অযোধ্যা পাহাড়ে পালিত প্রাচীন রীতি
আদিবাসী জনজাতি জন্মগত ভাবেই প্রকৃতির বড় কাছাকাছি বাস করে। বনের হিংস্র জানোয়ারকে শিকার করে বাঁচার তাগিদে অভ্যস্ত হতে হয়েছে। এক কালে তাদের দারিদ্র্যের সুযোগ নিয়েছিল সে কালের ইংরেজ সরকার। প্রাচীন প্রথা অনুসারে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে হয় শিকার উৎসব। শিকার না করলেই অমঙ্গল হয়, এমন বিশ্বাস আদিবাসীদের মধ্যে আছে। উৎসব ঘিরে আদিবাসীদের মধ্যে থাকে উন্মাদনা। শিকার […]