মাদ্রিদ: পর্যটনের ভূমিকা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রত্যেক বছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়।
রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১৯৮০ সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে। রাষ্ট্রপুঞ্জের সব সদস্য দেশে এই দিনটি পালিত হয়। এই দিনটি পালন করার মূল লক্ষ্য হল আন্তর্জাতিক সম্প্রদায় ও বিভিন্ন পর্যটনকেন্দ্রের সঙ্গে সেতুবন্ধ গড়ে তোলা। মানুষকে যাতে ভ্রমণমুখী করা যায়, লক্ষ্য সেটাও।
এ বছরের থিম
এক একটি বছর বিশ্ব পর্যটন দিবসের এক একটি থিম রাখা হয়। এ বছরের থিম হল, ‘পর্যটনকে নিয়ে নতুন করে ভাবা’ (Rethinking Tourism)।
২০১৯ সালে বিশ্ব পর্যটন দিবসের থিম ছিল ‘পর্যটন ও কর্মসংস্থান, সবার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ’(Tourism and Jobs: A better Future for All)। ২০২০ সালে বিশ্বপর্যটন দিবসের থিম ছিল ‘পর্যটন ও গ্রামীণ উন্নয়ন’ (Tourism and Rural Development) , ২০২১ সালে বিশ্বপর্যটন দিবসের থিম ছিল ‘অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির জন্য পর্যটন’ (Tourism for Inclusive Growth) ।
আরও পড়তে পারেন
কলকাতা ঘুরে দেখুন দু’তলা বাসে, ভাড়া মাত্র পঞ্চাশ টাকা
দুর্গাপার্বণ: উখড়ার মুখোপাধ্যায় পরিবারের পুজোয় পাঁঠাবলির কাহিনি বেশ সুখশ্রাব্য
দুর্গাপার্বণ: ছয় হাজার ফুট উচ্চতায় ‘স্বর্গের পুজো’, চমক ঝান্ডিতে