নতুন পালক মুকুটে নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশে ফের যাত্রা শুরু করল টয়ট্রেন

দার্জিলিং: ধসের বিপদ কাটিয়ে সোমবার নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত থেকে আবার শুরু হল টয়ট্রেন পরিষেবা। সেই সঙ্গে টয়ট্রেনের মুকুটে জুড়ল আরও নানা পালক। এ বার থেকে টয় ট্রেনে থাকছে এসি ভিস্তাডোম কোচ এবং রেস্তোরাঁ। আনুষ্ঠানিক ভাবে তার উদ্বোধনও হল সোমবার।

সোমবার সকালে সমতল থেকে পাহাড়ের বাঁক ধরে এক ঝাঁক পর্যটককে নিয়ে শৈলশহর দার্জিলিঙের পথে যাত্রা শুরু করল ভিস্তাডোম কোচ। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, সপ্তাহে তিন দিন চলবে ট্রেন। এনজেপি থেকে ট্রেন চলবে সোম, বুধ এবং শনিবার। উল্টো দিকে শৈলশহর দার্জিলিং থেকে টয় ট্রেন চলবে মঙ্গল, বৃহস্পতি এবং রবিবার।

পুজোর মরশুমে পর্যটকদের ভিড় উপচে পড়তে চলেছে পাহাড়ে। তাঁদের কথা মাথায় রেখেই পরিকল্পনা নেওয়া হয়েছে ভিস্তাডোম কোচ চালানোর। তাতে এ বার থাকবে রেস্তোরাঁও। সফরের সময় সেখানে খাবারও কিনতে পারবেন পর্যটকরা। সোমবার সেই ভিস্তাডোম কোচের উদ্বোধন করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আধিকারিকরা। ভিস্তাডোম কোচের ভাড়া যাত্রীপিছু ১,৫০০ টাকা। রেস্তোরাঁ কোচের ভাড়া মাথাপিছু ১,৩০০ টাকা।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্ত বলেন, ‘‘আগামী দিনে পর্যটকদের কথা মাথায় রেখে বাস্তবায়িত করা হবে আরও নানা পরিকল্পনা। পাশাপাশি, শুধু এনজেপি স্টেশনই নয় কার্শিয়ং, দার্জিলিঙের মতো স্টেশনগুলিকেও আরও উন্নত করার চেষ্টা হচ্ছে। কর্মসংস্থানও যাতে বাড়ে সে দিকেও নজর রাখা হচ্ছে।’’

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ধস নেমেছিল ৫৫ নম্বর জাতীয় সড়কের ১৭ মাইলে রংটং এবং তিনধারিয়া স্টেশনের মাঝে। তার জেরে টানা ২৩ দিন বন্ধ ছিল টয় ট্রেন পরিষেবা। পুজোর মুখে আবার গড়াল টয় ট্রেনের চাকা।

আরও পড়তে পারেন

বিশ্ব পর্যটন দিবস: জেনে নিন ইতিহাস, তাৎপর্য আর এ বছরের থিম

কলকাতা ঘুরে দেখুন দু’তলা বাসে, ভাড়া মাত্র পঞ্চাশ টাকা

দুর্গাপার্বণ: উখড়ার মুখোপাধ্যায় পরিবারের পুজোয় পাঁঠাবলির কাহিনি বেশ সুখশ্রাব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *