ওয়েবডেস্ক: পাহাড় এবং জঙ্গল থেকে এ বার সমুদ্রে এসে পৌঁছল পশ্চিমবঙ্গ বনোন্নয়ন নিগম। তাজপুর পথ চলা শুরু করেছে প্রকৃতি পর্যটন কেন্দ্র।
বেশ কিছুদিন হল অনলাইনে বুকিং পরিষেবা শুরু হয়েছে এই রিসোর্টের। দু’তলা এই বাড়িতে রয়েছে চারটে দ্বিশয্যার ঘর। তবে ঘরভাড়া একটু বেশিই বলা চলে।
একটি এসি দ্বিশয্যা ঘরের ভাড়া ২৫০০ টাকা, একটির ভাড়া সাড়ে তিন হাজার টাকা। এ ছাড়াও রয়েছে দুটি দ্বিশয্যা স্যুট, যাদের ভাড়া চার হাজার টাকা করে। রিসোর্টের পরিবেশটি বেশ ভালো। রয়েছে একটি বাগান। সেখানে কিছু বিনোদনমূলক ক্রীড়ার ব্যবস্থাও করা হয়েছে।
অনলাইনে এই রিসোর্ট বুক করার জন্য লগইন করুন wbfdc.net-এ। রিসোর্টের যোগাযোগ নম্বর ৯০৯১৯১৪৮২৮।
সুতরাং এবার তাজপুর গেলে নতুন এই রিসোর্টের কথা পর্যটকরা ভেবে দেখতে পারেন।