১৬৫ কিলোমিটার ট্রেক করে গিয়ে স্নো-লেপার্ডের রোমহর্ষক ছবি ক্যামেরাবন্দি করলেন মার্কিন তরুণী

ভ্রমণ অনলাইনডেস্ক: বরফে ঢাকা রুক্ষ পাহাড়। দূর-দূর পর্যন্ত কোনো বন্যজন্তুর চিহ্ন নেই, জনমানব তো দূরের কথা। নেই সুবজের ছোঁয়া। এরই মধ্যে ধরা দিল সেই ভয়ংকর সুন্দর দৃশ্যটি। পাহাড়ের এক শিখরে বসে রয়েছে একটি তুষারচিতা অর্থাৎ স্নো-লেপার্ড, অত্যন্ত রাজকীয় ভাবে। যেন সে উপভোগ করছে হিমালয়ের নৈসর্গিক দৃশ্য। সম্প্রতি নেটিজেনদের টাইমলাইনে এই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

এক দিকে মাউন্ট এভারেস্ট, অন্য দিকে মাউন্ট পুমোরি। তার মাঝ ঘুরে বেড়াচ্ছে একটা স্নো লেপার্ড। এই রোমহর্ষক ছবিটা তুলেছেন মার্কিন চিত্রগ্রাহক কিত্তিয়া পওলস্কি। ১৬৫ কিলোমিটার ট্রেক করে গিয়ে ওই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন মার্কিন এই তরুণী।

নেপালের খুম্বু হিমবাহের ফ্যান্টম অ্যালিতে দাঁড়িয়ে কিত্তিয়া পওলস্কি স্নো-লেপার্ডের বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। ফ্যান্টম অ্যালিতে পৌঁছোনোর জন্য কিত্তিয়াকে ১৬৫ কিমি ট্রেক করতে হয়েছে। এভারেস্ট বেসক্যাম্পের কাছে গোরখেপ এলাকায় কিত্তিয়া এই ছবি দু’টো তুলেছেন। ১৮ হাজার ফুট উচ্চতায় দাঁড়িয়ে স্নো-লেপার্ডের ছবি তোলার অভিজ্ঞতা ইন্সটাগ্রামে ভাগ করে নিয়েছেন কিত্তিয়া নিজেই।

ছবি শেয়ারের পাশাপাশি কিত্তিয়া লিখেছেন, “পৃথিবীর সব চেয়ে নিষিদ্ধ ভূখণ্ড, শ্বাসরুদ্ধকর উচ্চতা, উঁচু শিখর এবং উচ্চ মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাওয়ার পরে এটা ছিল আমার তোলা কঠিন ও পুরস্কৃত ছবি”। কিত্তিয়া হিমালয়ের ওয়াল্ড লাইফ ফটোগ্রাফির প্রজেক্টকে নাম দিয়েছেন ‘ ঘোস্টস অফ হিমালয়’।

আরও পড়তে পারেন

চিন সীমান্ত পর্যন্ত রেললাইন পেতে পর্যটনে জোয়ার আনার ভাবনা, কিন্তু পরিবেশের ভারসাম্যের কী হবে?

ভ্যালি অফ ফ্লাওয়ার্সে পর্যটকদের আনাগোনা অস্বাভাবিক ভাবে বাড়ায় উদ্বিগ্ন পরিবেশবিদরা

শান্তিপুরের রাস উৎসবকে পর্যটন মানচিত্রে তুলে আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল সাফারি পার্কে নতুন আকর্ষণ, বছর শেষের আগেই সিংহ সাফারি

বাঁকুড়ায় নতুন ট্রেক রুটের সন্ধানে অভিযান চালালেন ১৬ জন অভিযাত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *