ভ্রমণঅনলাইন ডেস্ক: বাঙালির পায়ের তলায় সরষে, মন সদাই উড়ু উড়ু। মন চায় বেরিয়ে পড়তে। কিন্ত সব সময় তা হয়ে ওঠে না। ছবিতেই যাতে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়তে পারে আমবাঙালি, সেই উদ্দেশ্যেই ভ্রমণ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ভ্রমণ লেখকদের সংগঠন ট্রাভেল রাইটার্স ফোরাম।

এটি ট্র্যাভেল রাইটার্স ফোরামের ১৭তম ভ্রমণ বিষয়ক চিত্রপ্রদর্শনী। এ বার এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘আলোকচিত্রে ভ্রমণ’। শুক্রবার বিকেলে গ্যালারি গোল্ডে উদ্বোধন হয় এই প্রদর্শনীর। ফিতে কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন খ্যাতনামা চলচিত্র বিশেষজ্ঞ ও সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিখ্যাত দুই পর্বতারোহী দেবাশীস বিশ্বাস ও বসন্ত সিংহরায়।

এই অনুষ্ঠানেই উন্মোচিত হয়েছে ফোরামের বার্ষিক মুখপত্র ‘ভ্রমি’র ২০২২-এর সংখ্যাটি। সংগঠনের সদস্যদের বিভিন্ন ভ্রমণবিষয়ক ছবি প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে। ছবিগুলি দেখলে ভ্রমণে বেরিয়ে পড়ার জন্য আপনি যে উদ্বুদ্ধ হবেন তা বলাই যায়।
শনিবার এবং রবিবারও প্রদর্শনী চলবে, বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত।
🔘 MakeMyTrip-এ এখনই হোটেল বুক করুন – ছাড় চলছে!
👉 বুক করতে এখানে ক্লিক করুন
Excellent endeavor. Please carry on.