ভ্রমণঅনলাইন ডেস্ক: বাঙালির মন সর্বদা উড়ু উড়ু। মন চায় বেরিয়ে পড়তে। কিন্ত সব সময় তা হয়ে ওঠে না। ছবিতেই যাতে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়তে পারে আমবাঙালি, সেই উদ্দেশ্যেই ভ্রমণবিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ভ্রমণলেখকদের সংগঠন ট্র্যাভেল রাইটার্স ফোরাম।
শনিবার বিকেলে গগনেন্দ্র প্রদর্শশালায় শুরু হল এই আলোকচিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীর উদ্বোধন করেন ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফির সভাপতি সুশান্ত বন্দ্যোপাধ্যায় এবং খ্যাতনামা নাট্যব্যক্তিত্ব সৌমিত্র বসু।

ভ্রমণ লেখকদের নিয়ে কলকাতা তথা গোটা বাংলার বৃহত্তম সংগঠন ট্র্যাভেল রাইটার্স ফোরাম। সংগঠনের সদস্য সংখ্যা ৫১। এই প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে মোট ৭৯টি সবই। সব সদস্যেরই অন্তত একটা করে ছবি ঠাঁই পেয়েছে এখানে। এ ছাড়াও রয়েছে একজন অতিথি সদস্যের ছবিও।
রবি এবং সোমবার দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। সাধারণ মানুষ এই প্রদর্শনীতে আসুন এমনই প্রার্থনা সংগঠনের সভাপতি রতনলাল বিশ্বাস, সম্পাদক রথীন চক্রবর্তী এবং বাকি সদস্যরা।