মঙ্গলবার থেকে গ্যালারি গোল্ডে ট্রাভেল রাইটার্স ফোরাম আয়োজিত ভ্রমণ আলোকচিত্র প্রদর্শনী

ভ্রমণঅনলাইন ডেস্ক: বাঙালির পায়ের তলায় সরষে, মন সদাই উড়ু উড়ু। মন চায় বেরিয়ে পড়তে। কিন্ত সব সময় তা হয়ে ওঠে না। ছবিতেই যাতে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়তে পারে আমবাঙালি, সেই উদ্দেশ্যেই এ বারেও ভ্রমণ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ভ্রমণ লেখকদের সংগঠন ট্রাভেল রাইটার্স ফোরাম।

৩০ মার্চ মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর, বিকেল পাঁচটায় গ্যালারি গোল্ড প্রদর্শশালায় এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন হবে। ট্রাভেল রাইটার্স ফোরামের ১৫তম বার্ষিক প্রদর্শনীর উদ্বোধন করবেন বিখ্যাত আলোকচিত্রশিল্পী অসীম কুমার ভট্টাচার্য।

সংগঠনের সদস্যদের বিভিন্ন ভ্রমণবিষয়ক ছবি প্রদর্শিত হবে এই প্রদর্শনীতে। ছবিগুলি দেখলে ভ্রমণে বেরিয়ে পড়ার জন্য আপনি যে উদ্বুদ্ধ হবেন তা বলাই যায়। উদ্বোধনের দিন প্রদর্শনী চলবে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। বাকি দু’ দিন অর্থাৎ ৩১ মার্চ ও ১ এপ্রিল প্রদর্শনী খোলা থাকবে বিকেল ৩টে থেকে রাত ৮টা।

তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে ছবির পাশাপাশি প্রদর্শিত হবে সংগঠনের সদস্যদের লেখা ভ্রমণবিষয়ক বিভিন্ন বইও। সেই সঙ্গে উদ্বোধনের দিনই প্রকাশিত হবে সংগঠনের বার্ষিক মুখপত্র ‘ভ্রমী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *