ভারতের ১৭টা দ্রষ্টব্য স্থানকে ‘আইকনিক পর্যটন কেন্দ্র’ হিসেবে উন্নীত করা হবে

ভ্রমণঅনলাইন ডেস্ক: ভারতের ১৭টা দ্রষ্টব্য স্থানকে ‘আইকনিক পর্যটন কেন্দ্র’ হিসেবে উন্নীত করা হবে। এই মর্মে একটি বিবৃতি প্রকাশ করেছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক।

এই স্থানগুলি হল, উত্তরপ্রদেশের তাজ মহল ও ফতেপুর সিকরি, মহারাষ্ট্রের অজন্তা ও ইলোরা, দিল্লির লাল কেল্লা, হুমায়ুনস টম্ব ও কুতব মিনার, গোয়ার কোলভা সৈকত, রাজস্থানের আমের বা অম্বর কেল্লা, গুজরাতের সোমনাথ ও ধোলাভিরা, মধ্যপ্রদেশের খাজুরাহো, কর্নাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবলিপুরম, কেরলের কুমারাকোম, অসমের কাজিরাঙা এবং বিহারের মহাবোধি।

আরও পড়ুন উটি, কোদাইকানালের বাইরে ঘুরে নিন তামিলনাড়ুর আরও অসংখ্য হিল স্টেশন

এই সংক্রান্ত যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে, “এই কেন্দ্রগুলিকে শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে সাজিয়ে তুলবে মন্ত্রক। এখানে যোগাযোগ ব্যবস্থা উন্নীত করা হবে। পর্যটকদের আরও ভালো পরিষেবার ব্যবস্থা করা হবে। এই জায়গাগুলির উন্নতিতে স্থানীয় মানুষকে আরও বেশি করে কাজে লাগাতে হবে।”

যে কেন্দ্রগুলিকে উন্নীত করা হবে সেগুলো আর্জিওলজিকাল সার্ভের (এএসআই) তত্ত্বাবধানে রয়েছে। এএসআই এবং সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে আলোচনা করেই এই স্থানগুলি উন্নীত করার কাজে নামবে কেন্দ্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top