ভ্রমণ অনলাইন ডেস্ক: ফের বন্ধ হচ্ছে তারাপীঠ মন্দিরের দরজা। করোনাভাইরাস সংক্রমণের জেরে ১ আগস্ট থেকে তারাপীঠ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
বীরভূম জেলাতেও করোনা আক্রান্তের সংখ্যা প্রতি দিন বেড়ে চলেছে। রাজ্যের অন্যান্য অংশের মতো সেখানেও সপ্তাহে দু’দিন করে লকডাউন চলছে। কিন্তু মন্দির কর্তৃপক্ষ কোনো রকম ঝুঁকি নিতে নারাজ।
মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, তারাপীঠের আশেপাশের এলাকায় করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। সে কারণে ১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লকডাউনের জেরে ৯৩ দিন মন্দির বন্ধ রাখার পর গত ২৩ জুলাই রথযাত্রার দিন মন্দির খুলে দেওয়া হয় পূণ্যার্থীদের জন্য। স্বাস্থ্যবিধি মন্দিরে পুজো দেওয়ার অনুমিত দেওয়া হয়। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল।
এ বছর কৌশিকী অমাবস্যায় মন্দির বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেয় প্রশাসন। ঠিক হয় ওই দিনে শুধু সেবায়েতরা পুজো করবেন।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মন্দির কমিটি বসে সিদ্ধান্ত নেবে কবে আবার মন্দির খুলবে।