ভ্রমণঅনলাইন ডেস্ক: পর্যটকদের জন্য নাথুলার দরজা খুলে দিল সিকিম সরকার। এখন থেকে সিকিম বেড়াতে গেলে পর্যটকরা নাথুলা যাওয়ার অনুমতি পাবেন। শুক্রবার এই মর্মে নির্দেশ জারি করেছে সিকিম সরকার।
কোভিড পরিস্থিতির জন্য নাথুলার যাওয়ার পারমিট দেওয়া ১৭ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়। তখনও দেশের কোভিড পরিস্থিতি অতিমারি আকার ধারণ করেনি। লকডাউনও শুরু হয়নি। সিকিম সরকার পরিস্থিতির আগাম অনুমান করে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নাথুলার দরজা পর্যটকদের জন্য বন্ধ করে দেয়।
আনলক পর্ব শুরু হতে একটু একটু করে দেশের পর্যটন শিল্প যখন ঘুরে দাঁড়াতে শুরু করে তখন সিকিমেও পর্যটন ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করা হতে থাকে। কিন্তু নাথুলা যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল না।
এ বার সেই বাধা কাটল। সিকিম সরকারের পর্যটন ও বিমান পরিবহণ দফতরের ডিরেক্টর তথা অতিরিক্ত সচিব এক নির্দেশ জারি করে সংশ্লিষ্ট সকলকে জানিয়েছেন, পর্যটকদের নাথুলা যাওয়ার অনুমতি আবার দেওয়া শুরু হয়েছে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হচ্ছে।