pekong airport

পেকং বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেখে নিন বিমানবন্দরের কিছু ছবি

পেকং: শিলান্যাসের ন’বছর পরে উদ্বোধন হল সিকিমের একমাত্র বিমানবন্দরের। সোমবার গ্যাংটকের কাছে পেকং বিমানবন্দর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সমুদ্রতল থেকে সাড়ে চার হাজার ফুট উচ্চতায় তৈরি এই বিমানবন্দরটিকে ইঞ্জিনিয়ারিং-এর বিস্ময় বলে ব্যাখ্যা করেন মোদী। বিমানবন্দর উদ্বোধন করার জন্য রবিবারই গ্যাংটকে পা রেখেছিলেন মোদী।

আরও পড়ুন পর্যটকদের কাছে খুশির খবর! পুজোর ছুটির আগেই রোহটাং-এ তুষারপাত, দেখুন ভিডিও

৬০৫ কোটি টাকা ব্যয় তৈরি এই বিমানবন্দরের ফলে ভারতের উড়ান মানচিত্রে ঢুকে পড়ল সিকিমও। এতদিন পর্যন্ত শুধুমাত্র সিকিমেরই কোনো বিমানবন্দর ছিল না। বিমান ধরার জন্য শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের ওপরে ভরসা করতে হত তাদের। ১.৭৫ কিমি দীর্ঘ এই বিমানবন্দরের রানওয়ে। সিকিম সরকারের আশা এর ফলে পর্যটনের আরও প্রসার ঘটবে রাজ্যে।

সোমবার উদ্বোধন হলেও ৪ অক্টোবর প্রথম বাণিজ্যিক উড়ান নামবে এই বিমানবন্দরে। স্পাইসজেটের কলকাতা-পেকং উড়ানই হবে এই বিমানবন্দরে নামা প্রথম বাণিজ্যিক উড়ান।

দেখে নিন এই বিমানবন্দরের কিছু ছবি।

ছবি সৌজন্য: প্রধানমন্ত্রীর অফিস

আরও পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *