উত্তরবঙ্গের সাফারি বুকিং করুন এ বার অনলাইনে

ভ্রমণঅনলাইন ডেস্ক: উত্তরবঙ্গ সফরে পর্যটকদের অন্যতম লক্ষ্য থাকে ডুয়ার্সের কোনো এক জঙ্গলে সাফারি করা। কিন্তু সে সাফারির বুকিং করতে গিয়ে কম ঝক্কি পোহাতে হয় না।

বুকিং-এর জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে শেষে দেখলেন টিকিট শেষ। তখন এক রাশ হতাশা।

পর্যটকদের সেই সমস্যা দূর করতেই এ বার উদ্যোগী হয়েছে রাজ্য বন দফতর। এ বার থেকে অনলাইনেই করে ফেলতে ফেলতে পারবেন সাফারি বুকিং।

কী ভাবে এই বুকিং করবেন?

  • প্রথমে পশ্চিমবঙ্গ রাজ্য ফরেস্ট ডেভলপমেন্ট এজেন্সির ওয়েবসাইটে (www.wbsfda.org) লগইন করুন
  • এর পরে আপনার স্ক্রিনে ডান দিকে ‘বুক রাইড’ অপশনটা দেখুন। সেখানে ক্লিক করুন।
  • ওই অপশনে ক্লিক করলে আপনি আরও দুটি অপশন পাবেন, জলদাপাড়া জাতীয় উদ্যান এবং গরুমারা জাতীয় উদ্যান।
  • জলদাপাড়া জাতীয় উদ্যানে ক্লিক করলে আপনি চারটে অপশন পাবেন- চিলাপাতা গাড়ি সাফারি, কোদালবস্তি গাড়ি সাফারি, মাদারিহাট গাড়ি সাফারি এবং হলং হাতি সাফারি। আপনার পছন্দের সাফারিতে ক্লিক করে অনলাইনে সেই সাফারি বুক করে নিন।
  • গরুমারা জাতীয় উদ্যানে ক্লিক করলে অবশ্য একটাই জঙ্গল সাফারির অপশন আপনি পাবেন।

বন দফতরের আশা, অনলাইনের মাধ্যমে সাফারি বুকিং শুরু হওয়ায়, উত্তরবঙ্গে পর্যটকদের আনাগোনা আরও বাড়বে।

এই ওয়েবসাইট থেকে আপনি অনেক ইকো-ট্যুরিজম সেন্টারের বুকিং-ও করে ফেলতে পারবেন। রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে ইকো-ট্যুরিজম সেন্টারগুলি। বিস্তারিত জানতে ক্লিক করুন ওই ওয়েবসাইটেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top