চিরাচরিত প্রথা মেনে তিন মাসের জন্য সাফারি বন্ধ হল পশ্চিমবঙ্গের সব জঙ্গলে

ভ্রমণ অনলাইনডেস্ক: চিরাচরিত প্রথা মেনেই সাফারি বন্ধ হল পশ্চিমবঙ্গের সব ক’টি জঙ্গলে। ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সাফারি। প্রাণীদের প্রজনন-সময়ের কারণেই প্রতি বছর এই সময়ে জঙ্গল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজ্যের প্রতিটি জঙ্গলের জন্য একই নিয়ম বলবৎ রয়েছে। সেই কারণে উত্তরবঙ্গের পাশাপাশি সুন্দরবনের ক্ষেত্রেও জঙ্গলে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হল।

গরুমারা বন্যপ্রাণী বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ জুন থেকে তিন মাস জঙ্গলে পর্যটকদের প্রবেশ বন্ধ থাকবে। এই জুন থেকে আগস্ট মাস পর্যন্ত সময় বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজনন-ঋতু। তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই বহিরাগতদের অর্থাৎ পর্যটকদের জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ থাকে প্রতি বছরই। তা ছাড়া জঙ্গলের ভেতরের রাস্তাগুলি কাঁচা থাকায় এই বর্ষার সময় যানবাহন চলাচল করলে আরও খারাপ হবে তাই সেই বিষয়টাও মাথায় রাখা হয়।

তবে জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের ভেতরের থাকা সব কটি’ বনবাংলো বন্ধ থাকলেও জঙ্গলের বাইরে থাকা ধুপঝোরা, কালীপুর ইকোভিলেজ খোলা থাকবে পর্যটকদের জন্য।গরুমারা জাতীয় উদ্যানের কালীপুর ইকোভিলেজ, ধুপঝোরা, গাছবাড়ি যে হেতু জঙ্গলের বাইরে তাই সেখানে পর্যটকরা প্রবেশ করতে পারবেন।

১৫ সেপ্টেম্বরের পর থেকে নিয়মমাফিক উত্তরবঙ্গের জঙ্গলগুলোতে সাফারি বা পর্যটকদের প্রবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বন দফতর। সে ক্ষেত্রে ১৫ সেপ্টেম্বরের পর থেকেই জঙ্গল পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *