ওয়েবডেস্ক: নভেম্বরে শেষ বার এত বরফ কবে দেখেছে মনে করতে পারছে না হিমাচল প্রদেশের কিন্নর। গত ২৪ ঘণ্টায় প্রবল তুষারপাতের জেরে কিন্নর অঞ্চল কার্যত বিধ্বস্ত। স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবন। অবশ্য যে সব পর্যটক এখন কিন্নর রয়েছেন তাঁরা উপভোগ করছেন এই তুষারপাত। শুধু কিন্নরই নয়, কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড এবং হিমাচলের বাকি অংশেও তুষারপাত হয়েছে। কিন্তু কিন্নরে তুষারপাতের পরিমাণ সব থেকে বেশি। দেখে নিন তুষারপাতের পর কিন্নরের কল্পা এবং রেকংপিওর কিছু ছবি।





