বাইরের রাজ্যের তীর্থযাত্রীদের খুলে গেল উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির

ভ্রমণঅনলাইন ডেস্ক: বাইরের রাজ্যের তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হল উজ্জয়িনীর মহাকালেশ্বর  মন্দির। করোনা সংক্রমণ রুখতে গত ২০ জুলাই থেকে বাইরের তীর্থযাত্রীদের জন্য এই মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল। মন্দির পরিচালন কর্তৃপক্ষের এক আধিকারিক এই খবর জানিয়েছেন।

ওই আধিকারিক জানান, রবিবার জেলা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের এক বৈঠকে মন্দির আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।

ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মহাকালেশ্বর। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর অন্যতম দ্রষ্টব্য এই মন্দির। তীর্থযাত্রী আর পর্যটকে বছরের সব সময় গমগম করে যে মন্দির, সেই মন্দির করোনাকালে একেবারেই নিঝুম।

মধ্যপ্রদেশের বিভিন্ন স্থান থেকে এখন যাঁরা মহাকালেশ্বর দর্শন করতে আসছেন, তাঁদের অনলাইনে আগাম বুকিং করে রাখতে হচ্ছে।

আরও পড়ুন: খুলে গেল ভ্যালি অফ ফ্লাওয়ার্স, যেতে পারবেন বাইরের পর্যটকরাও

ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের ওই বৈঠকে ঠিক হয়েছে, মন্দিরের আশেপাশে যে সব হোটেল বা লজ আছে, সেগুলির মালিকদের নাম ও ফোন নম্বর তাঁদের প্রতিষ্ঠানের প্রধান ফটকে ঝুলিয়ে রাখতে হবে।   

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top