পূর্ব মেদিনীপুরের ছোট্ট সুন্দর এক স্টেশন ক্ষীরাই। পাশ দিয়ে বয়ে গেছে কাঁসাই নদী। এখানে আপনি একদিন এলে দৈনন্দিন ব্যস্ততা ভুলে যাবেন। বাহারি রঙের ফুল, হরেক প্রজাপতি, মৌমাছি সব নিয়ে বলা যায় প্যারাডাইস। কাঁসাই নদীর দুই ধারে চাষ করা হয় ফুল। এটি এখন পশ্চিমবঙ্গের অন্যতম এক পর্যটন কেন্দ্র।
হাওড়া থেকে ৭৫ কিলোমিটার দূরে ক্ষীরাই। চারিদিকে শুধু ফুল আর ফুল।
কি দেখবেন:
শীতের সময় এলে মন ভরে যায়। পরিচিত ফুল গাঁদা, কার্নেশন, চন্দ্রমল্লিকা, ডালিয়া, ক্যালেন্ডুলা দেখতে দেখতে সময় কোথা দিয়ে বয়ে যাবে। এখানে ঝলমল রঙে সেজে ওঠে প্রকৃতি। সেখান থেকে এক টুকরো রঙ আপনার মনকে রাঙিয়ে তুলবে। আপনার প্রিয়জনের সঙ্গে সেই মুহূর্তটি উপভোগ করুন।
ভ্রমণের সেরা সময়: নভেম্বর থেকে ফেব্রুয়ারি
কীভাবে যাবেন:
হাওড়া থেকে ট্রেনে মেদিনীপুর লোকাল ধরে নামতে হবে ক্ষীরাই স্টেশন। অথবা পাঁশকুড়া স্টেশনে নেমে টোটো নিয়ে ক্ষীরাই চলে আসুন।
এখানে থাকার জায়গা তেমন নেই। দিনের দিন ঘুরেই চলে আসতে পারবেন। একদিনে ভ্রমণের জন্য আদর্শ। শীতকাল ফুল দেখার জন্য সেরা সময়।
🔘 MakeMyTrip-এ এখনই হোটেল বুক করুন – ছাড় চলছে!
👉 বুক করতে এখানে ক্লিক করুন