শীতে বন্ধুদের সঙ্গে ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? কলকাতার আশেপাশেই বেড়ানোর জায়গা চাই, তাহলে চলে আসুন হাওড়ার পর্যটন কেন্দ্র গাদিয়াড়া। ঘর হতে শুধু দুই পা ফেলিয়া…
স্বল্প খরচ। নদীর ধারে প্রাকৃতিক দৃশ্য আর হিমেল বাতাসে মন ব্যাকুল হতে পারে। নানা ধরনের পাখির কোলাহল। আশেপাশে শান্ত পরিবেশ।
কি দেখবেন :
তিনটি নদীর সঙ্গমস্থল। গঙ্গা, রূপনারায়ণ ও দামোদর এখানে এসে মিশেছে। এরপর সাগরের দিকে এগিয়েছে। এখানকার স্নিগ্ধ পরিবেশ সময় কাটানোর জন্য উপযুক্ত।
একদৃষ্টে তরণীর ভেসে যাওয়া ভালো লাগবে। ছোট বড় নৌকা ভেসে বেড়ায়। এদের মধ্যে বেশিরভাগ মাছ ধরার নৌকা। জীবিকার ছবিটা স্পষ্ট হয়ে যাবে চোখের সামনে। জল কেটে তারা এগিয়ে চলেছে। এখানকার সূর্যাস্ত অতুলনীয়।
কোথায় থাকবেন :
একদিন বা দুদিন কাটানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের লজ আছে। এছাড়াও বেশ কিছু বেসরকারি হোটেল পেয়ে যাবেন।
কিভাবে যাবেন :
ধর্মতলা চত্বর থেকে সরাসরি বাস পাবেন। ট্রেনে আসলে হাওড়া থেকে বাগনান স্টেশন নামবেন। সেখান থেকে সড়কপথে গাদিয়াড়া আসুন।