পারমাদন অভয়ারণ্যে পর্যটকদের এবার থেকে প্রবেশমূল্য লাগবে না

বাগদার পারমাদন অভয়ারণ্যের আর এক নাম বিভূতিভূষণ অভয়ারণ্য। শীতের মরশুমে আসতেই পারেন যদি অরণ্যপ্রেমী হন। বিশাল জঙ্গলে শিমুল, পলাশ, শিরিষ, অর্জুন নানা রকম গাছে বাস করে বহু রকম পাখি।

অরণ্যের খুব কাছেই সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি। তাঁর বিখ্যাত লেখা উপন্যাস ‘আরণ্যক’। তিনি অরণ্য থেকে পেয়েছিলেন মানুষ ও জীবনকে চেনবার শিক্ষা। অনগ্রসর সমাজকে বুঝেছিলেন। তিনি উপন্যাসে লেখেন,

“এই বর্বর রুক্ষ বন্য প্রকৃতি আমাকে তার স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে দীক্ষিত করিয়াছে…”

বিভূতিভূষণ অভয়ারণ্যতে এতদিন পর্যটকদের জন্য ১০০ টাকা প্রবেশ মূল্য ছিল। বনদপ্তর সূত্রে বলা হয়েছে এবার থেকে অভয়ারণ্যে আসলে পর্যটকদের আর কোন টাকা দিতে হবে না। সরকারের নির্দেশ জারি হয়েছে। এতে পর্যটকদের বিশেষ সুবিধা হবে। অন্যান্য আর কোন অভয়ারণ্যেও প্রবেশ ফি লাগবে না। এই নির্দেশিকা বৃহস্পতিবার থেকে রাজ্যে চালু হচ্ছে।

প্রকৃতিপ্রেমীদের কাছে জায়গাটি অত্যন্ত প্রিয়। বহু ধরনের বৈচিত্র্যময় পাখির এখানে অবাধ বিচরণ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে।

কিভাবে যাবেন:
কলকাতা থেকে দূরত্ব ১১০ কিলোমিটার। শিয়ালদা থেকে ট্রেনে বনগাঁ বা রানাঘাট স্টেশনে নেমে বাসে বা গাড়ি নিয়ে যাওয়া যায় বিভূতিভূষণ অভয়ারণ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top