ভ্রমণঅনলাইনডেস্ক: দিঘার সৈকতে কচিকাঁচাদের কাছে অন্যতম আকর্ষণীয় বিনোদন ঘোড়ায় চড়া। ঘোড়ার পিঠে চড়ে কিছুটা ঘুরে আসার মজাই অন্য রকম শিশুদের কাছে। তবে শুধু কচিকাঁচা কেন, বড়োরাও দিঘা সৈকতে ঘোড়ায় চড়ে মজা পান। তবে সেই মজাটি এ বার বন্ধ হতে চলেছে। কারণ পরিবেশের কথা মাথায় রেখে এ বার থেকে দিঘার সমুদ্রসৈকতে বন্ধ করে দেওয়া হচ্ছে ঘোড়সওয়ারি।
দিঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের তরফে এমন নির্দেশ এসেছে। এক সপ্তাহের মধ্যে সৈকতে ঘোড়সওয়ারি বন্ধ করে দিতে হবে।
আরও পড়ুন: জানা গেল ‘প্রাইভেট’ তেজস এক্সপ্রেসের সময় ও রুট
কেন এমন নির্দেশ জারি করল পর্ষদ? ঘোড়াসওয়ারি বন্ধ করার পেছনে বেশ কিছু কারণ দেখিয়েছে পর্ষদ। সব থেকে বড়ো কারণ অপরিচ্ছন্নতা। পর্ষদের বক্তব্য সৈকতের ওপরে ঘোড়া থাকায় সমুদ্রতট নোংরা হচ্ছে। এমনকি ঘোড়া থাকার অস্থায়ী আস্তাবলের ফলে ঝাউবন সহ বিভিন্ন এলাকায় পরিবেশ দূষণ ছড়াচ্ছে।
পাশাপাশি দীর্ঘদিন ধরে দিনভর এ ভাবে ঘোড়াকে ব্যবহার করা নিয়ে আপত্তি রয়েছে পশুপ্রেমী সংগঠনেরও। এই সিদ্ধান্তে অবশ্য যথেষ্ট ক্ষুব্ধ ঘোড়া ব্যবসায়ীরা। তাঁদের দাবি, পঞ্চায়েত যখন তাঁদের ট্রেড লাইসেন্স দিয়েছে, তখন পর্ষদ এ ভাবে বন্ধ করার নির্দেশ দিতে পারে না। যদিও পর্ষদও নিজেদের সিদ্ধান্তে অনড়। তারা জানিয়ে দিয়েছে, দিঘাকে পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল।