gujarat narrow gauge rail line

পর্যটনের জন্য সংরক্ষণ করা হবে গুজরাতের পাঁচটি ন্যারো গেজ রেল লাইন

ওয়েবডেস্ক: অনেকেই হয়তো জানেন না, গুজরাতে বরোদা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে পাঁচটি ন্যারো গেজ রেল লাইন রয়েছে। এই রেল লাইনগুলিকে পর্যটনের জন্য সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক।

মোট ২০৪ কিমি দীর্ঘ এই পাঁচটি রেল লাইন এক কালে ‘গায়কোয়াড় বরোদা স্টেট রেলওয়ের’ (জিবিএসআর) অধীনে ছিল। তবে এখন সেটি পশ্চিম রেলের তত্ত্বাবধানে রয়েছে। এই পাঁচটি রেল লাইনকে শুধুমাত্র পর্যটনের কাজে ব্যবহার করা হবে বলে পশ্চিম রেলকে চিঠিতে জানিয়েছে রেল বোর্ড।

রেল বোর্ডের একজিকিউটিভ ডিরেক্টর সুব্রত নাথ বলেন, “এই লাইনগুলি ১৯ শতক থেকে রয়েছে। এর মধ্যে দাভোয়-মিয়াগাম সংযোগকারী ৩৩ কিমি দীর্ঘ লাইনটি, দেশের প্রথম ন্যারো গেজ রেল লাইন হিসেবে পরিচিত। ১৮৬২-তে যখন এই লাইনে প্রথম ট্রেন চলা শুরু হয়, তখন তাদের টানত ষাঁড়। তার পরের বছর থেকে স্টিম ইঞ্জিন চালু হয়।”

দাভোয়-মিয়াগাম লাইনটি ছাড়াও বাকি চারটে লাইন হল মিয়াগাম-মালসার লাইন, চারোন্দা-মোতি করল লাইন, প্রতাপনগর-জম্বুসর লাইন এবং বিলমোরা-ওয়াঘি লাইন।

আরও পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *