nainital halwani ropeway

পর্যটকদের সুবিধার্থে হলদোয়ানি ও নৈনিতালের মাঝে রোপওয়ের পরিকল্পনা

ওয়েবডেস্ক: পর্যটনের মরশুমে কাঠগোদাম থেকে নৈনিতালের সংযোগকারী রাস্তাটিতে যানজটের সৃষ্টি হয়। পর্যটকদের পাশাপাশি নাকাল হন সাধারণ মানুষও। সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য রোপওয়ে পরিষেবা শুরু করার চিন্তাভাবনা শুরু করেছে উত্তরাখণ্ড সরকার।

হলদোয়ানির কাছে রানিবাগ থেকে নৈনিতালের কিছু আগে জিওলিকোট পর্যন্ত রোপওয়ে চলবে। মোট ১৪ কিমি দীর্ঘ হবে এই যাত্রাপথ। এমনই জানিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী শতপাল মহারাজ। এর ফলে নৈনিতালের পথে যানজট কমবে বলে জানান তিনি।

নৈনিতাল পুলিশ থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে প্রত্যেক সপ্তাহান্তে অন্তত এক লক্ষ পর্যটকের পা পড়ে এই হ্রদ শহরে।

এই রোপওয়ে প্রকল্পের ব্লু-প্রিন্ট তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটকে (সিবিআরআই)। জেলা প্রশাসন এবং কুমায়ুন মণ্ডল বিকাশ নিগম (কেএমভিএন) থেকে যৌথ ভাবে পুরো প্রকল্পের পর্যালোচনাও করা হয়েছে।

এই প্রসঙ্গে কেএমভিএনের জেনারেল ম্যানেজার ত্রিলোক সিংহ মারতোলিয়া বলেন, “নৈনিতাল এলাকায় যানজট কমানো এবং আরও পর্যটক টানার উদ্দেশ্যেই এই পরিকল্পনা করা হয়েছে।” এই পরিষেবা চালু হয়ে গেলে নৈনিতাল যে মানুষের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে তা বলাই বাহুল্য।

আরও পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *