যমুনোত্রীর রোপওয়ে প্রকল্পে সবুজ সঙ্কেত, পাঁচ ঘণ্টার পথ পৌঁছোতে পারবেন ৫ মিনিটেই

ভ্রমণ অনলাইনডেস্ক: উত্তরাখণ্ডের চার ধামের অন্যতম যমুনোত্রী ধামে পৌঁছোনোর জন্য রোপওয়ে প্রকল্পের চিন্তাভাবনা করছিল উত্তরাখণ্ড সরকার। সেই প্রকল্পটিকে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। প্রকল্পটি বাস্তবায়িত হলে ৫ ঘণ্টার পর পাড়ি দেওয়া যাবে মাত্র পাঁচ মিনিটেই।

৩.৭ কিলোমিটার দীর্ঘ হবে এই রোপওয়েযাত্রা। রোপওয়ে শুরু হবে খারসালি গ্রামে। শেষ হবে মন্দিরপ্রাঙ্গণে। এর জন্য খারসালি থেকে মন্দির পর্যন্ত প্রয়োজনীয় জমি চিহ্নিত করেছে উত্তরাখণ্ড সরকার।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকেই এই রোপওয়ে প্রকল্পের চিন্তাভাবনা করেছিল উত্তরাখণ্ড সরকার। সেই কারণে ইতিমধ্যেই দেড় হেক্টর জমি রাজ্যের পর্যটন দফতরকে দিয়েও দিয়েছেন খারসালির বাসিন্দারা। কিন্তু তার পর ১৬ বছর ধরেই প্রকল্পটি নিয়ে কোনো উচ্চবাচ্চ্য হয়নি। অবশেষে এখন বিষয়টি নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে।

উত্তরাখণ্ড প্রশাসনের এক কর্তা জানান, পরিবেশ মন্ত্রক সবুজ সংকেত দিয়ে দেওয়ায় আসন্ন গ্রীষ্মেই এর কাজ শুরু করা যাবে। দু’ বছরের মধ্যেই প্রকল্পটির কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *