কবে বন্ধ হচ্ছে গাড়োয়ালের তীর্থক্ষেত্রগুলি?

ভ্রমণঅনলাইন ডেস্ক: পুজো শেষ। এ বার ধীরে ধীরে শীত পড়তে শুরু করছে। টুকটাক তুষারপাতও শুরু হয়েছে। ফলে আর কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে গাড়োয়ালের বিভিন্ন তীর্থক্ষেত্র।

ইতিমধ্যে বৃহস্পতিবার বন্ধ হয়েছে হেমকুণ্ড সাহেব। বাকি জায়গাগুলিও এ বার বন্ধ হয়ে যাবে। নীচে নেমে আসবেন বিভিন্ন মন্দিরে অধিষ্ঠিত দেবদেবীরা। তার পর ছ’মাস পর আবার নিজেদের জায়গায় ফিরে যাবেন তাঁরা।

একবার দেখে নিন, এ বছর কবে বন্ধ হচ্ছে মন্দিরগুলি।

রুদ্রনাথ মন্দির – ১৮ অক্টোবর, ২০১৯

গঙ্গোত্রী মন্দির – ২৮ অক্টোবর, ২০১৯

যমুনোত্রী মন্দির – ২৯ অক্টোবর, ২০১৯

কেদারনাথ মন্দির – ২৯ অক্টোবর, ২০১৯

তুঙ্গনাথ মন্দির – ৬ নভেম্বর, ২০১৯

বদরীনাথ মন্দির – ১৭ নভেম্বর, ২০১৯

মদমহেশ্বর মন্দির – ২১ নভেম্বর, ২০১৯

তথ্যসূত্র- প্রচেস্টা ট্যুরিজম, হরিদ্বার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *