দার্জিলিং মেল স্পেশাল-সহ আরও কিছু দূরপাল্লার ট্রেন ফের চালু করল পূর্ব রেল

ভ্রমণঅনলাইন ডেস্ক: দেশ জুড়ে কোভিডের দ্বিতীয় ঢেউ সামাল দিতে মে মাসে বহু দূরপাল্লার ট্রেন বাতিল করে দেয় ভারতীয় রেল। বাতিল করে দেওয়া ট্রেনের মধ্যে পূর্ব রেলেরও বেশ কিছু ট্রেন ছিল। কিন্তু পরিস্থিতির উন্নতি হওয়া এবং একাধিক রাজ্যে লকডাউনের বিধিনিষেধ শিথিল হওয়ার পরিপ্রেক্ষিতে বেশ কিছু মেল এবং এক্সপ্রেস ট্রেন ফের নিয়মিত চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

পুনরায় চালু হওয়া ট্রেনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দার্জিলিং মেল স্পেশাল, হাওড়া-রাঁচি-হাওড়া শতাব্দী স্পেশাল ও শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ (তিস্তা তোর্সা) স্পেশাল। বেশির ভাগ ট্রেনই ১৬ জুন থেকে চালু হচ্ছে। আর কিছু ট্রেন দু’-চার দিনের মধ্যেই চালু হয়ে যাবে। রেল সূত্রে জানানো হয়েছে, ওই ট্রেনগুলির সময়, রুট এবং স্টপেজ আগের মতোই থাকছে। যে ট্রেনগুলি চালু হচ্ছে তার বেশির ভাগই হাওড়া, শিয়ালদহ ও কলকাতা থেকে ছাড়ে।

আশা ছিল, রাজ্যে ১৫ জুনের পর গণপরিবহণের ওপরে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হবে। এই পরিস্থিতিতে দার্জিলিং মেলের মতো ট্রেনগুলি চললে উত্তরবঙ্গের ধুঁকতে থাকা পর্যটনশিল্প ফের কিছুটা চাঙ্গা হবে, এমনই আশা করেছিলেন পর্যটন ব্যবসায়ীরা। কিন্তু ট্রেন চালু হলেও গণপরিবহণ চালু করার নির্দেশিকা এখনও জারি করেনি রাজ্য সরকার। আরও ১৫ দিন রাজ্যে কার্যত লকডাউন বেড়েছে। পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন, জুলাইয়ের গোড়া থেকে পরিস্থিতির উন্নতি হবে।

১৬ জুন থেকে যে ট্রেন চালু হল

১) ০৩০৬৩/০৩০৬৪ হাওড়া-বালুরঘাট-হাওড়া স্পেশাল; ২) ০৩১১৩/০৩১১৪ কলকাতা-লালগোলা-কলকাতা স্পেশাল; ৩) ০৩১৪১/০৩১৪২ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ (তিস্তা তোর্সা) স্পেশাল; ৪) ০৩১৪৫/০৩১৪৬ কলকাতা-রাধিকাপুর-কলকাতা স্পেশাল; ৫) ০৩১৬৩/০৩১৬৪ শিয়ালদহ-সহর্স-শিয়ালদহ স্পেশাল; ৬) ০৩১৬৯/০৩১৭০ শিয়ালদহ-সহর্স-শিয়ালদহ (ভায়া পুর্ণিয়া) স্পেশাল এবং ৭) ০৩১৮১/০৩১৮২ কলকাতা-শিলঘাট টাউন-কলকাতা স্পেশাল।

১৬ জুনের পর যে ট্রেন চালু হচ্ছে

১) ০২০১৯/০২০২০ হাওড়া-রাঁচি-হাওড়া শতাব্দী স্পেশাল (১৭ জুন থেকে রবিবার ছাড়া প্রতিদিন); ২) ০২৩৪৩/০২৩৪৪ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ (দার্জিলিং মেল) স্পেশাল (১৮ জুন থেকে রোজ); ৩) ০৩১৬১/০৩১৬২ কলকাতা-বালরঘাট-কলকাতা স্পেশাল (২০ জুন থেকে শনি/রবিবার ছাড়া রোজ); ৪) ০২২৬১/০২২৬২ কলকাতা-হলদিবাড়ি-কলকাতা স্পেশাল (১৯ জুন থেকে সপ্তাহে চার দিন) এবং ৫) ০৩০৩৩/০৩০৩৪ হাওড়া-কাটিহার-হাওড়া (১৮ জুন থেকে রোজ)।

আরও পড়ুন: এই বর্ষায় রাত্রিবাসের জন্য বিপুল ছাড় দিচ্ছে মধ্যপ্রদেশ পর্যটন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *