ভ্রমণঅনলাইন ডেস্ক: কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় পর্যটনের স্বর্গরাজ্য গোয়া আপাতত চার দিনের জন্য লকডাউন জারি করেছে। এই লকডাউন কার্যকর হয়েছে বৃহস্পতিবার ২৯ এপ্রিল সন্ধে থেকে। চলবে ৩ মে পর্যন্ত।
এই লকডাউনে পর্যটন-সহ সমস্ত রকম ক্রিয়াকলাপ বন্ধ রয়েছে। সমস্ত ক্যাসিনো, রেস্তোরাঁ ইত্যাদির ঝাঁপ একেবারেই বন্ধ।
তবে এই সময়ের মধ্যে যে সব পর্যটক রাজ্যে এসেছেন বা আসবেন, তাঁদের এই চার দিন হোটেলে বা যেখানে তাঁরা রাত্রিবাস করবেন, সেখানেই থাকতে হবে। ২৯ এপ্রিল সন্ধে থেকে ৩ মে সকাল পর্যন্ত তাঁরা বাইরে বেরোতে পারবেন না।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ন্ত জানিয়েছেন, রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। লকডাউন জারি করলে কোভিড আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যাবে, এই আশায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লকডাউন নিয়ে রাজ্যের অধিবাসীকে অযথা আতঙ্কিত হতে বারণ করেছে সরকার। সরকার জানিয়েছে, আতঙ্কগ্রস্ত হয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য তাড়াহুড়ো করে কেনা বা ঘরে মজুত করার কোনো প্রয়োজন নেই। মুদির দোকান সাড়া দিনই খোলা থাকবে। রেস্তোরাঁগুলোও খাবার রান্না করে বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারবে। শিল্পসংস্থাও তাদের কাজকর্ম চালু রাখতে পারবে। তবে এ ক্ষেত্রে নিজেদের কর্মীদের যাতায়াতের জন্য তাদের নিজেদের পরিবহণের ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন: কেদার-বদরী নির্দিষ্ট দিনেই খুলবে, কিন্তু যাত্রা স্থগিত