dhauladhar from jalandhar

দূষণহীন বাতাস, জলন্ধর থেকেই দেখা গেল তুষারশৃঙ্গ

জলন্ধর: কয়েক দিন ধরেই একটা মজার জোক হোয়াটসঅ্যাপে ঘুরছে করোনাভাইরাসের কারণে লকডাউনের জেরে বাতাস এতটাই পরিষ্কার হয়ে গিয়েছে যে লিলুয়া এবং সোনারপুর থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে

কতকটা সে রকম ঘটনাই সত্যি করে ঘটল পঞ্জাবে। জলন্ধর থেকেই দেখা গেল তুষারশৃঙ্গ। ব্যাপারটাকে করোনাভাইরাসের সাইড এফেক্টই বলা চলে।

আরও পড়ুন: দলে দলে অলিভ রিডলে আসছে ওড়িশার উপকূলে

করোনাভাইরাস ঠেকাতে দেশ জুড়ে চলা লকডাউন দশ দিনে পড়েছে। রাস্তায় গাড়িঘোড়া নেই, কলকারখানা বন্ধ। আর সেই কারণে বাতাস পুরোপুরি দূষণহীন। এই দূষণমুক্ত বাতাসেই দেখা গেল শ্বেতশুভ্র ধৌলাধারকে

হিমাচল প্রদেশে কাংড়া উপত্যকার বিভিন্ন জায়গা থেকে দেখা যায় ধৌলাধারকে উচ্চতা বেশি না হওয়ার ফলে সারা বছর বরফ থাকেও না তবে কিছু দিন আগেই বরফ পড়ার মরশুম শেষ হয়েছে বলে পুরো শৃঙ্গটাই এখন বরফে ঢাকা ফলে জলন্ধর থেকে পূর্ব দিকে তাকালেই দেখা যাচ্ছে ধৌলাধারকে

সাধারণত দেশের সব থেকে দূষিত অঞ্চলগুলির মধ্যেই পড়ে উত্তর ভারত। দূষণের নিরিখে দিল্লির পরেই স্থান পায় পঞ্জাবের বিভিন্ন শহর। কিন্তু লকডাউন চলতে থাকায় সব জায়গাতেই দূষণের মাত্রা নেমেছে হুহু করে। আর তারই সুফল পেয়ে গেলেন জলন্ধরের বাসিন্দারা

আরও পড়তে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *