দার্জিলিং: শুধু পছন্দের নয়, জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং চান দার্জিলিং হোক সকলের ভালোবাসার। এই বার্তা-সহ স্টিকার ছাপাচ্ছেন তিনি। পাহাড়ের বিভিন্ন জায়গায় লাগানো থাকবে এই স্টিকার। সেই স্টিকারকে পেছনে রেখে পর্যটকরা যাতে সেলফি তুলতে পারেন, তাই সেলফি পয়েন্টও তৈরি হচ্ছে।
বিনয় বলেন, ‘‘পর্যটক হোক, বা সাধারণ বাসিন্দা, সবাইকেই বলতে শুনি ‘আই লাইক দার্জিলিং’। আমি চাই সকলে বলুন, ‘আই লাভ দার্জিলিং’। সে জন্য ওই স্লোগান লিখে পাহাড়ের নানা জায়গায় ‘সেলফি পয়েন্ট তৈরি করাচ্ছি।’’ পাহাড়ের ১১টা জায়গায় এ রকম স্টিকার লাগানো হচ্ছে বিনয়ের উদ্যোগে।
জিটিএ সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং-এর বাতাসিয়া লুপ, ম্যালের অদূরে, শ্রাবেরি নাইটেঙ্গল পার্ক, হ্যাপি ভ্যালি চা বাগান, টাইগার হিল, কালিম্পঙের লাভা, লোলেগাঁও, রিশপ, কার্শিয়াঙের ডাউ হিল, রেল স্টেশন, মিরিক লেকে ‘সেলফি পয়েন্ট’ তৈরি হচ্ছে।
ইতিমধ্যেই কয়েক হাজার স্টিকার ছাপিয়েছেন বিনয়। তা নানা জায়গায় সেঁটেছেন। নিজের গাড়িতেও সেঁটে ঘুরছেন। ইংল্যান্ড ও আমেরিকায় বসবাসকারী দার্জিলিংয়ের বাসিন্দাদের কাছে ওই স্টিকার পাঠিয়েছেন তিনি। জিটিএর অন্য পদাদিকারীদের গাড়িতেও স্টিকার সাঁটানো হয়েছে।
এই ‘সেলফি পয়েন্ট’কে কেন্দ্র করে দার্জিলিংকে পর্যটন মানচিত্রে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যাবে বলে মনে করেন বিনয়।