বিকানেরে আয়োজিত হতে চলেছে বার্ষিক উট উৎসব, জেনে নিন বিস্তারিত

ভ্রমণ অনলাইনডেস্ক: আগামী ১১-১২ জানুয়ারি বিকানেরে আয়োজিত হতে চলেছে বার্ষিক উট উৎসব। রাজস্থান সরকারের পর্যটন দফতরের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হবে।

শুধুমাত্র মানুষের জন্যই মেলা-উৎসবের আয়োজন করা হয়, এমনটা ভাবা কিন্তু ভুল। প্রাণীদের জন্যও রয়েছে আনন্দোত্‍সব। ঠান্ডা ও কঠিন আবহাওয়ায় ও মরুভূমির মধ্যে বেঁচে থাকে তারা, সেটা তুলে ধরার জন্যই এই উৎসবের আয়োজন করা হয়।

উটের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন কাহিনি এখানে বলা হয়। পঞ্চদশ শতকে বিকানেরের প্রতিষ্ঠা। সেই সময় থেকেই এই শহরটি হল উট প্রজনন অঞ্চল। উটও ছিল সেনাবাহিনীর অংশ। গঙ্গা রিসালা নামে পরিচিত ছিল এবং ভারত-পাকিস্তান যুদ্ধের অংশ ছিল তারা। বর্ডার সিকিউরিটি ফোর্সের সেবার জন্য ভারতীয় সেনাবাহিনী তাদের আজও স্মরণ করে।

রাজস্থানের অত্যন্ত স্থানীয় একটি উত্‍সব এই উট উৎসব।কিন্তু এই উত্‍সবের মাহাত্ম্য কিন্তু বিশ্ববিখ্যাত। এর সঙ্গে জড়িয়ে রয়েছে নানান লোককাহিনি। আগুন নিয়ে নাচ, লোকসংগীতের মুর্ছনা, বিখ্যাত পুতুল নাচ এইগুলিই ওই উৎসবে প্রদর্শন করা হয়। গোটা উৎসব জুড়েই মিশে থাকে রাজস্থানের সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্প।

করোনার কারণে গত দু’বছর এই উৎসব পালন করা যায়নি। তাই এ বার এই উৎসব অনেক বেশি মাত্রায় জমবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *