বন্ধ হচ্ছে দু’টি টয়ট্রেন পরিষেবা, হতাশ দার্জিলিং

ভ্রমণ অনলাইনডেস্ক: সামনে বড়োদিন আর বর্ষবরণের উৎসব। পাহাড়ে হোটেল থেকে হোমস্টে, কোথাও আর তিলধারণের জায়গা নেই। আর পাহাড় সফর মানে টয়ট্রেন রাইড। এরই মধ্যে এল অত্যন্ত হতাশাজনক খবর। ভরা মরশুমের শুরুতেই দার্জিলিং হিমালয়ান রেলের সিদ্ধান্তে হতাশ পর্যটন মহল।

মাসখানেক আগে ঘটা করে এনজেপি এবং দার্জিলিংয়ের মধ্যে চালু করা হয়েছিল এসি টয়ট্রেন পরিষেবা। সপ্তাহে তিন দিনের এই পরিষেবা চালু করা হয়েছিল পর্যটকদের সুবিধার্থে। এ বার পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিল ডিএইচআর। অজুহাত, পর্যটকের সংখ্যা কম।

আগামী ১৭ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে এনজেপি-দার্জিলিং এসি টয়ট্রেন পরিষেবা। আপাতত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তার পরেও তা চালু করা হবে কি না, কোনো নিশ্চয়তা নেই। পাশাপাশি দার্জিলিং ও ঘুমের মধ্যে ডিজেল জয় রাইড পরিষেবাও বন্ধ রাখা হচ্ছে ঠিক একই কারণে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, পর্যটকদের সংখ্যা বাড়লে সিদ্ধান্ত বদলাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *