ভ্রমণ অনলাইনডেস্ক: বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখে এ বার আকাশপথে গোটা পাহাড়কে জুড়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গ এবং সিকিমের পাহাড়কে ঘিরে হেলিকপ্টারের একটি বিশেষ রুটেরও ভাবনাচিন্তা চলছে। বাগডোগরা থেকে মিরিক, মিরিক থেকে দার্জিলিংয়ের লেবং, লেবং থেকে সিকিমের গ্যাংটক। আবার গ্যাংটক থেকে কালিম্পং। তার পর কালিম্পং থেকে মিরিক ছুঁয়ে বাগডোগরা ফিরবে হেলিকপ্টার।
আপাতত এই রুট ধরেই উড়বে হেলিকপ্টার বলে জেলা প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এই পরিষেবা চালু হলে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে বলে মনে করছে পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। রাজ্যের পরিবহন দফতরের উদ্যোগে হেলিকপ্টার পরিষেবা চালু হচ্ছে।
মঙ্গলবার পরীক্ষামূলক ভাবে হেলিকপ্টার বাগডোগরা থেকে এই রুট ধরে ওঠানামা করে। তবে কবে থেকে পরিষেবা চালু হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। হেলিকপ্টার পরিষেবা চালু হলে বাড়বে পর্যটনের প্রসার। আশাবাদী সব পক্ষই। মূলত পাহাড়ের পর্যটনের প্রসারেই রাজ্যের এই ভাবনা।
মিরিক পুরসভার চেয়ারম্যান লালবাহাদুর রাইও বলেন, পরিষেবা চালু হলে পর্যটকদের কাছে আরও গুরুত্ব বাড়বে পাহাড়ি এই শহরের। স্বাভাবিক ভাবেই এলাকার আর্থ সামাজিক ব্যবস্থারও উন্নয়ন হবে। আর পরিষেবা চালু হলে বিদেশি পর্যটকের সংখ্যা কয়েক গুণ বাড়বে বলে জানান পর্যটন ব্যবসায়ীরা।