ওয়েবডেস্ক: গোর্খ্যাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ট্রেকার্স হাট তো আছেই। এ বার সান্দাকফু অঞ্চলে ট্রেকার্স হাট তৈরি করার ব্যাপারে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকারও।
সান্দাকফু এবং ফালুটের পাশাপাশি ট্রেকিং রুটের আরও একটি জায়গা টিনলিং-এও ট্রেকার্স তৈরি করবে রাজ্য পর্যটন দফতর। এই মর্মে জমি চিহ্নিত করার কাজও হয়ে গিয়েছে বলে জানিয়েছেন দফতরের এক আধিকারিক। বাঁশ এবং কাঠ দিয়ে এই ট্রেকার্স হাট তৈরি হবে বলে জানা গিয়েছে।
এই ট্রেকার্স হাটগুলি ছাড়াও এই মুহূর্তে টাইগার হিলেও টুরিস্ট লজ তৈরি করছে পর্যটন দফতর। খুব শীঘ্রই এর কাজ হয়ে যাবে বলে আশা করছেন আধিকারিকরা।
পর্যটন দফতরের আশা এই ট্রেকার্স হাট এবং লজগুলি তৈরি হয়ে গেলে পাহাড়ে আরও বেশি পর্যটক ভ্রমণে যেতে পারবেন।