ওয়েবডেস্ক: মাত্র ১,২১২ টাকা থেকে শুরু বিমান ভাড়া! আকর্ষণীয় এই সুযোগ দিচ্ছে ইন্ডিগো। মাত্র আগামী চার দিনের জন্য এই অফারের মেয়াদ। তবে এই ভাড়ায় সামনের বছর ৩০ মার্চ পর্যন্ত আপনি সফর করতে পারবেন।
মঙ্গলবার থেকে ১৩ জুলাই, শুক্রবার রাত ১১:৫৯ পর্যন্ত টিকিট মূল্যে এত ছাড় দিচ্ছে ইন্ডিগো। আগামী ২৫ জুলাই থেকে সামনের বছর ৩০মার্চের মধ্যে আপনি যদি কথা ভ্রমণ করতে চান, তা হলে এই সুযোগটা পেয়ে যাবেন।
ইন্ডিগোর তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, “মেগা সেলের অংশ হিসেবে ১০ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত আকর্ষণীয় মূল্যে যাত্রীদের টিকিট কাটার সুযোগ করে দিচ্ছি আমরা। টিকিট মূল্য শুরু ১২১২ টাকা থেকে।”
Get your fare share as we begin our 12th anniversary party. Book now https://t.co/RO14lEPmWr #sale #discount #offer #lowfares #travel #airlines pic.twitter.com/Jqdx0jzw64
— IndiGo (@IndiGo6E) July 10, 2018
সামনের মাসে ১২ বছরে পা দেবে ইন্ডিগো। সেই উপলক্ষেই এই সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইন্ডিগোর এক আধিকারিক উইলিয়াম বোলটার। এ ছাড়াও এসবিআই ক্রেডিট কার্ডে তিন হাজার বা তার বেশি মূল্যের টিকিট কাটলে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে বলেও জানিয়েছে ইন্ডিগো।
সুতরাং আর দেরি কেন! এই সুযোগ কি কেউ হাতছাড়া করে?