ওয়েবডেস্ক: অনুষ্ঠানটির নাম ‘মিনিট কুড়ি লেন্সে পাড়ি।’ আগে কুড়ি মিনিটের ভিডিওয় পাড়ি দেওয়া হত ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে। এখন অবশ্য ভিডিওর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, তাই কুড়ি মিনিটের ভিডিও দেখানো সম্ভব নয়। খুব বেশি হলে ছ’সাত মিনিটের দীর্ঘ এক একটি ভিডিও। কিন্তু তাতেও উৎসাহী দর্শকরা ভ্রমণ করে নিতে পারেন।
কুড়ি বছরের সংগঠন ‘ভ্রমণ আড্ডা।’ তাদের উদ্যোগে প্রত্যেক বছরই ‘মিনিট কুড়ি লেন্সে পাড়ি’ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এ বার এই অনুষ্ঠানটি হবে আগামী রবিবার, ১৫ই জুলাই, চন্দননগরের রবীন্দ্র ভবনে।
সংগঠনের তরফ থেকে বিপ্লব বসু বলেন, “সব মিলিয়ে এ বার ২২টা ভিডিও দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক একটি ভিডিও কোনো ভাবেই সাত মিনিট অতিক্রম করবে না।” এই অনুষ্ঠানে আলোচক হিসেবে অনেক স্বনামধন্য ব্যক্তি উপস্থিত থাকবে বলেও জানান বিপ্লববাবু। সব মিলিয়ে রবিবারের দুপুরটা আকর্ষণীয় করে তুলতে চলেছে ভ্রমণ আড্ডা।
তাই দলে দলে ভ্রমণ পিপাসু মানুষকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে ভ্রমণ আড্ডা।